HTML ইলিমেন্ট কি :
HTML এ যেকোন শুরু ও শেষ tag এর মাঝের অংশকে ইলিমেন্ট বলে।
যেমন : <h1> Hellow, My name is "X" </h1> । এখানে <h1> হেডার 1 শুরু এবং </h1> হেডার 1 শেষ।
Tag এর মাঝে লেখা হয়েছে - Hellow, My name is "X".
তাই <h1> Hellow, My name is "X" .</h1> একটি ইলিমেন্ট।
আবার কিছু কিছু tag এর কোন ইলিমেন্ট থাকে না যেমন <br /> , <img /> ইত্যাদি।
নিচের টেবিলটি ভাল করে লক্ষ্য করুন এবং ভাল করে বুজার চেষ্টা করুন —
শুরু Tag | Element Content | শেষ Tag |
---|---|---|
<h1> | Hellow, My name is "X" | </h1> |
<p> | This is paragraph. | </p> |
<br /> | এর কোন ইলিমেন্ট থাকে না | |
<img /> | এর কোন ইলিমেন্ট থাকে না |
প্রধানত যে সকল tag এর শেষ tag থাকে না তাদের ইলিমেন্টও থাকে না।
এ ধরণের শুরু tag এর মধ্যেই / চিহ্নটি অন্তর্ভূক্ত থাকে, এবং এর আগে একটা স্পেস দিতে হয়।
যেমন : <img /> , <br /> — টেবিলেও দেয়া রয়েছে লক্ষ্য করুন।
— তাহলে এই ছিল HTML নিয়ে আজকের ৩য় পর্ব ।
এ ধরণের শুরু tag এর মধ্যেই / চিহ্নটি অন্তর্ভূক্ত থাকে, এবং এর আগে একটা স্পেস দিতে হয়।
যেমন : <img /> , <br /> — টেবিলেও দেয়া রয়েছে লক্ষ্য করুন।
— তাহলে এই ছিল HTML নিয়ে আজকের ৩য় পর্ব ।