Html দিয়ে প্রোগ্রাম লেখার পদ্ধতি —
HTML এ প্রোগ্রাম লেখার জন্য আপনার কম্পিউটারের notepad editor টি ব্যবহার করতে পারেন অথবা এডভান্স editor হিসেবে Dreamweaver বা Notepad++ ব্যবহার করতে পারেন ।
এরপর HTML এ লেখা আপনার প্রোগ্রাম যখন save করবেন তখন অবশ্যই file name index.html লিখে Save করবেন।
তারপর save করা file টি যেকোন ব্রাউজার যেমন Internet explorer, Mozilla Firefox , Google chrome যেকোনটা select করে open করলেই result দেখতে পাবেন।
HTML এ লেখা প্রোগ্রামের Basic Html Tag —
HTML এ লেখা প্রোগ্রামের বিভিন্ন অংশ বিশ্লেষণ প্রোগ্রামের মধ্যে <> এবং < /> দুইটা চিহ্ন ব্যবহার করতে হয় এবং এর মধ্যে কিছু Word — html, head, title, body এগুলোকে Keyword বলে।
আর <> বা < /> চিহ্ন এবং এর মাঝে লেখা একটি Keyword কে Tag বলা হয়।
যেমন : <head> অর্থ head ট্যাগ।
HTML এ দুই ধরনের Tag রয়েছে —
• <> চিহ্ন ও keyword নিয়ে গঠিত tag কে শুরু tag
• এবং < /> চিহ্ন ও keyword নিযে গঠিত tag কে শেষ Tag বলে।
যেমন : < title> অর্থ title শুরু tag
এবং <title /> অর্থ title শেষ tag.
• <html> বা html tag —
HTML এ প্রোগ্রাম লেখার জন্য সব code কে <html> </html> এর মাঝে অবশ্যই লেখতে হয়।
• <head> বা head tag —
<head> </head> এর ভেতরে <title> </title> tag লিখতে হয় যার মাধ্যমে ওয়েবসাইটের title প্রদর্শন করা হয়।
যেমন : <head>
<title> www.lincons-it.com </title>
</head>
এই code এ title হিসেবে www.lincons-it.com লেখা হয়েছে যা ব্রাউজারের title bar এ দেখা যাচ্ছে।
<body> বা body Tag —
<body> বা body tag খুবই গুরুত্বপূর্ণ। একটি ওয়েবসাইটের মূল Content সমূহ Body ট্যাগের মধ্যে অবস্থান করে ।
<body> </body> ট্যগের মধ্যেই বিভিন্ন Text , Image, Table ইত্যাদি ফরমেটিং এর জন্য বিভিন্ন tag সমূহ লেখা হয়।
যেমন : <body> Hey! this is my new web page . </body>
এখানে এই code এ <body> </body> ট্যগের মধ্যে Hey! this is my new web page . লেখা হয়েছে যা ব্রাউজারের মূল অংশে প্রদর্শিত হচ্ছে।
— এই ছিল Html নিয়ে আজকের ১ম পর্ব ।
• আজ এখানে যা শিখানো হয়েছে তা এখন Homework হিসেবে অনুশীলন করুন —
<html>
<head>
<title> www.lincons.com</title>
</head>
<body>
Hey! this is my new web page .
</body>
</html>
এগুলো আপনার কম্পিউটারে নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html এবং Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করে বার বার অনুশীলন করুন ।