HTML এ attributes ইলিমেন্ট এর আনুসাঙ্গিক তথ্য প্রকাশ করে ।
মূলত HTML এ tag এর কার্যক্ষমতাকে বর্ধিত করার জন্য attributes ব্যবহার করা হয়।
যেমন — <font size="5" face="Tahoma" color="white"> Welcome On Lincons IT Blog. </font> এখানে size="5" অংশটি হল font tag এর একটি attribute যা প্রকাশ করছে ইলিমেন্ট অর্থাৎ Welcome On Lincons IT Blog লেখাটির সাইজ কেমন হবে।
এছাড়া face="Tahoma" প্রকাশ করছে লেখাটির font হবে Tahoma এবং color="white" দ্বারা প্রকাশ করছে লেখাটির রং হবে সাদা ।
মূলত HTML এ tag এর কার্যক্ষমতাকে বর্ধিত করার জন্য attributes ব্যবহার করা হয়।
যেমন — <font size="5" face="Tahoma" color="white"> Welcome On Lincons IT Blog. </font> এখানে size="5" অংশটি হল font tag এর একটি attribute যা প্রকাশ করছে ইলিমেন্ট অর্থাৎ Welcome On Lincons IT Blog লেখাটির সাইজ কেমন হবে।
এছাড়া face="Tahoma" প্রকাশ করছে লেখাটির font হবে Tahoma এবং color="white" দ্বারা প্রকাশ করছে লেখাটির রং হবে সাদা ।
কিছু HTML Attributes —
Tag | Attributes |
---|---|
<div> | id="book" class="pen" align="center" |
<h1>….<h6> <p> | align="center" align="left" align="right" title="Lincons IT" |
<body> | bgcolor="green" background="../images/ele.png" |
<font> | size="5" face="Tahoma" color="red" |
<img> <table> | height="100px" width="50px" border="5px" |
<input /> | type="text" name="TextField" |
উদাহরণ প্রোগ্রাম —
<html>
<head>
<title> www.lincons-it.com</title>
</head>
<body bgcolor="red">
<font size="5" face="Tahoma" color="white">
Welcome On Lincons IT Blog.
</font>
</body>
</html>
এবার আপনার কম্পিউটারে notepad open করুন । তারপর উপরের code টুকু সব লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html এবং Save as type এ : All files select দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।